খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গফরগাঁও উপজেলার প্রথম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । এটি স্থাপিত হয় 1-1-1941 সালে।

  • খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়....

    স্বাগতম! খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ওয়েব সাইট এ স্বাগতম। আয়তনে দিক দিয়ে না হলেও জনসংখ্যার দিক বিচার করলে ময়মনসিংহ জেলার অন্যতম উপজেলা হল গফরগাঁও উপজেলা ।এই উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী গৌরবমন্ডিত সরকারি বালিক বালিকা উচ্চ বিদ্যালয় হল খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । বাংলাদেশের 317 টি সরকারি বিদ্যালয় এর মধ্যে এটি একটি .......

খায়রল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠা : ৯৪১ এক শুভলগ্নে খায়রল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয়  হিসেবে আত্নপ্রকাশ করে যা আজ এক বিশাল পরিসরে বিস্তৃত। 1941 সালে গফরগাঁও সালটিয়া ইউনিয়ন অফিস সংলগ্ন স্থানে তৎকালীন সার্কেল অফিসার স্থায়ী জনগনের সহযোগিতায় মেয়েদের জন্য একটি প্রথমিক বিদ্যালয় স্থাপন করে। দুই বছর অতিক্রম হবার পর বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয় এ উন্নীত করা হয়। তৎকালীন মুক্তাগাছার জমিদার কর্তৃক দানকৃত 54 শতাংশ জমির উপর বর্তমান স্থানে বিদ্যালয়টিকে স্থনান্তর করা হয়। 1954 সনে ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় ও তৎকালীন মার্কেল অফিসার এর উদ্যোগে রাঘাইচটী গ্রাম নিবাসী জলু বেপারীর ছেলে গফরগাঁওয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী খায়রুল্লাহ বেপারী এককালীন 6000 টাকা দান করেন । একপট নারী শিক্ষার প্রতিষ্ঠানের জন্য এই বিশাল পরিমান দান করে নজির স্থপন করেন।এক মহতী সমাবেশে এই দান করে ছিলেন। উক্ত অনুষ্ঠানে শক্ষা বিভাগীয় কর্ম কর্তা সহ জেলা প্রশাসক উপস্থিত ছিলেন । সে দিনই এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বের নাম অনুসারে ”খায়রুল্লাহ বালিকা বিদ্যালয়”।অত:পর পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে ১০ম শ্রেণী পর্যন্ত উন্নীত হয়। ১৯৮৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ গফরগাঁও আসেন। তার আসার সুবাদে গফরগাঁও যে তিনটি প্রতিষ্ঠানয় সরকারি হয় এর মধ্যে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুদীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র্যবৈশিষ্ট্য নিয়ে সগৌরবে এগিয়ে চলছে। বরাবর এ প্রতিষ্ঠানের ছাত্রীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। ২০০৫ সালে এসএসসি পরীক্ষায় ২জন জি.পি.এ  ৫ পায় এবং পাশের হার ছিল ৩৫.৫%।কিন্তু ২০১৩ সালে পাশের হার ৯৯.৯৬% যা কিনা বিদ্যালয়টির পেছনের সব রেকর্ড বজ্ঞ করে। একই ধরনের ফলাফল অর্জন করেছে প্রাইমারি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায়। শিক্ষাসম্পূরক কার্যক্রমও এ প্রতিষ্ঠানের সাফল্য উল্লেখযোগ্য। এখানে রয়েছে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক পরিষদ, ইংলিশ সোসাইটি এবং অত্যন্ত চৌকস গাল্স স্কাউট দল।
  


বিদ্যালয় প্রতিবেদন


জমি দাতার নাম                     : শশীকান্ত মহারাজ এবং বাকীটুকু ক্রয় সূ্ত্রে

জমির পরিমাণ                       : 1 একর ৫৩ শতাংশ

স্থাপিত                               : 1-1-1941

প্রথম প্রধান শিকক্ষের নাম         : বাবু শিরীষ চন্দ্র দাস

সরকারি করণের তারিখ             : 01-06-1985 খ্রি:

বিদ্যালয় ভবন সংখা                : 3 টি  (মুল ভবন, নতুন ভবন, পুরাতন ভবন)

প্রশাসনিক কক্ষ                      : 02 টি

একাডেমিক কক্ষ                     : 12 টি

লাইব্রেরি কক্ষ                        : 01 টি

গবেষণাগার                          : 01 টি

কম্পিউটার ল্যাব                     : 01 টি

বতর্মানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা  : 16 জন

অফিস সহকারী                      : 01 জন

4 শ্রেণী কর্মচারী                     : 03 জন

মোট ছাত্রী সংখ্যা প্রায়               : 1050 জন

 





বেসরকারিকালীন সেক্রেটারিগণের নামের তালিকা::::::

          নাম                              সময়

জনাব মো: আব্দুল গনি আকন্দ   01-05-46-------15-12-60

জনাব মো: আজহার সরকার      01-01-61-------10-06-63

জনাব মো:আব্দুল হেকিম          17-06-63-------15-05-66

জনাব মো:আব্দুল বেপারী         18-03-68-------17-04-71

জনাব মো:আব্দুল কাদের          07-06-71------- 19-05-73

জনাবা মর্জিয়া বেগম               05-07-73-------31-05-85

 

সরকারিকরণকালী ম্যানেজিং কমিটির সদস্যগণের নামের তালিকা::::::


জনাব মো: দেওয়ান জাকির হোসাইন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি

জনাব মো: আব্দুল কাদের
সহ সভাপতি

জনাব মো: হাতেম আলী
সদস্য অভিবাবক শ্রেণী

জনাব মো: আমীর আলী
সদস্য অভিবাবক শ্রেণী

জনাব মো: আশরাফ আলী
সদস্য অভিবাবক শ্রেণী

জনাব মো: আব্দুর রশীদ
সদস্য অভিবাবক শ্রেণী

জনাব ড. মো: লুত্ফুর রহমান
বিদ্যুত্সাহী

জনাব মো:শমছুল হুদা
শিক্ষক প্রতিনিধি

জনাব মো: আবদুস সাত্তার
শিক্ষক প্রতিনিধি

জনাবা মিসেস মর্জিয়া বেগম
প্রধান শিক্ষক বি এ (অনার্স­) এম এ